নির্মাণকাল ১৭৮৩ খ্রিঃ। নির্মাতা জমিদার সত্যেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী । মন্দিরটি স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন । পাঁচটি কক্ষ বিশিষ্ট মন্দিরটি পদ্মস্তম্ভ দ্বারা দন্ডায়মান । স্তম্ভ শীর্ষে ও কার্নিশে ফুল ও লতা পাতার নকশা সম্বলিত এক অপরূপ স্থাপত্য। ডরিক ও গ্রীক ভাবধারায় নির্মিত । বেদীর উপরে স্থাপিত অনেক গুলো ধাপে। জানালা গুলোর উপরেও রয়েছে অনেক অলংকার । দক্ষিণ ও পূর্ব পার্শ্বে উপরের কার্নিশে রাজকীয় মুকুটবিশিষ্ট তাজিয়া স্থাপন করা হয়েছে যা মৌর্য যুগের স্থাপত্যের কথা স্মরণ করিয়ে দেয়।