৭ম বর্ষে পদার্পণ করল সবার প্রিয় প্রস্ফুটিত শেরপুর ফেইসবুক গ্রুপ

প্রস্ফুটিত শেরপুর এর অর্জন সমূহ

হাঁটি হাঁটি পা পা করে সকলে ভালোবাসা নিয়ে প্রস্ফুটিত শেরপুর গ্রুপ এখন ৩৫ হাজার সদস্যের শেরপুর জেলার অন্যতম বৃহত্তম পরিবার। আজ ১৬ জানুয়ারি গ্রুপটি সপ্তম বর্ষে পদার্পণ করল।রাত ১২:০১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে সপ্তম বর্ষের উদযাপন শুরু হয়।

সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে সবার প্রিয় প্রস্ফুটিত শেরপুর গ্রুপটি এখন মানবিক প্লাটফর্মে যাত্রা শুরু করলো। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। শেরপুর এর এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে প্রস্ফুটিত শেরপুর। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় রাতে শেরপুর শহরের বিভিন্ন স্থানে পথচারীদের জন্য কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। এ বিতরনের ধারা অব্যাহত থাকবে।

আজ দুপুরে পৌর পার্কে নৃ ফাউন্ডেশন এর অনাহারীর আহার এ এক বেলার খাবারের ব্যাবস্থা করা হয়। ভবিষৎতেও এ ধারা অব্যহত থাকবে।

এডমিন প্যানেলের সামর্থ্য অনুযায়ী আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আপনাদের সকলের ভালোবাসা পেলে বহুদূর এগিয়ে যাবে সবার প্রিয় প্রস্ফুটিত শেরপুর ফেইসবুক গ্রুপ। এখন থেকে শুধু অনলাইনেই নয় অফলাইনেরও আমরা বিভিন্ন মানব সেবা মূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখবো।

আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য।

ধন্যবাদান্তে,
এডমিন প্যানেল,প্রস্ফুটিত শেরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *