এক নজরে শেরপুর জেলা

এক নজরে শেরপুর জেলা

শেরপুর জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে ১৮২৯-২০১৫ পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। শেরপুর জেলা পূর্বে জামালপুর জেলার একটি মহকুমা ছিল। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি এটিকে জেলায় উন্নীত করা হয়। শেরপুর শহর  দেশের রাজধানী ঢাকা থেকে ১৯৮ কিলোমিটার (১২৩.০৩ মাইল) উত্তরে অবস্থিত।

🔹জেলার আয়তনঃ ১৩৬৩.৭৬ বর্গ কিলোমিটার।

🔹সীমানাঃ উত্তরে মেঘালয়, দক্ষিন ও পশ্চিমে জামালপুর জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা।

🔹আন্তর্জাতিক সীমানাঃ ৩০ কিলোমিটার।

🔹মোট জনসংখ্যাঃ ১৫,৪২.৬১০ জন।

🔹মোট খানার সংখ্যাঃ ৩,৬২,১৫৪ টি।

🔹মোট পরিবারের সংখ্যাঃ ৩৩৫৩৫৩ টি।

🔹উপজেলাঃ ৫ টি।

🔹পৌরসভাঃ ৪ টি।

🔹ইউনিয়নঃ ৫২ টি।

🔹গ্রামঃ ৬৭৮ টি।

🔹হাসপাতালের সংখ্যাঃ ৫ টি।

🔹ডাকঘরঃ ৫টি।

🔹মসজিদঃ ১৭৪৯ টি।

🔹মন্দিরঃ ৫৮ টি।

🔹গীর্জাঃ ২৯ টি।

🔹ঈদগাহ মাঠঃ ১৭৫ টি।

🔹শিক্ষার হারঃ ৬২.১% (২০২০)।

সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন ও উইকিপিডিয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *