শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাও গ্রামের তিন বছর ধরে শুরু হয়েছে চা বাগান। বর্তমানে গাছের সংখ্যা প্রায় ৭০০।
এ ছাড়াও নকলা উপজেলার টালকি ইউনিয়নের সমতল ভূমিতেও রয়েছে আরো একটি চা বাগান।ঘুরে দেখে আসতে পারেন,চাইলে সতেজ চাপাতি কিনতেও পারবেন।