Site icon

পৌনে তিন আনী জমিদার বাড়ি

জমিদার সত্যেন্দ্র মোহন চৌধুরী  ও  জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর  বাড়িকে বলা হত  পৌনে তিন আনি জমিদার বাড়ি। গ্রীক স্থাপত্যের  অনুকরণে নির্মিত স্থাপত্যটি এখনো অক্ষত অবস্থার সাক্ষ্য বহন করছে জমিদারী আমলের । এ  বাড়িটির  নির্মাণ কাল গোপীনাথ  মন্দির নির্মাণেরও অনেক পূর্বে । সুপ্রশস্ত বেদী । প্রবেশ পথে অনেকগুলো ধাপ । প্রবেশদ্বারের দুই প্রান্তে অনেক গুলো  অলংকৃত স্তম্ভ । স্তম্ভগুলির নিচ থেকে উপর    পর্যস্ত কারুকাজ খচিত নকশা । কার্ণিশেও  বিভিন্ন  প্রকারের  মটিভ ব্যবহার করা হয়েছে। তা ভবনটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। চার পাশের স্তম্ভগুলো  চতুষ্কোণ বিশিষ্ট এবং এতে বর্গাকৃতি  ফর্ম ব্যবহার  করা হয়েছে।  আস্তরণ ও পলেস্তারে চুন ও সুড়কীর ব্যবহার লক্ষণীয় । ছাদগুলিতে  গতানুগতিক ভাবে লোহার রেলিং  এর সাথে  চুন সুড়কীর ঢালাই ।

Exit mobile version