গড়জরিপা বার দুয়ারী মসজিদঃ

গড়জরিপা বারদুয়ারী মসজিদ

স্থাপত্য নিদর্শনের অন্যতম  গড় জরিপা বার দুয়ারী মসজিদ । এটিও  এ অঞ্চলের  ঐতিহ্য । জনশ্রুতিতে আনুমানিক  ৭-৮ শত বৎসর পূর্বে জরিপ শাহ  নামক  এক মুসলিম  শাসক  কতৃক  নির্মিত  হয়েছিল এই মসজিদটি। তবে  এটি বর্তমানে  পুনঃ নির্মাণ  করা হয়েছে। আসল মসজিদটি ভূ-গর্ভেই রয়ে গেছে। তার উপরেই  স্থাপিত  হয়েছে বর্তমান মসজিদটি।  জামালপুর সদর উপজেলার তীতপল্লী ইউনিয়নের পিঙ্গলহাটী(কুতুবনগর) গ্রামের (ব্রাহ্মণ ঝি বিলের উত্তর পাড়ে) জনৈক  পীর  আজিজুল হক ছাহেব খনন কার্য  চালান এবং  বের করেন  মসজিদের ধ্বংসাবশেষ । মসজিদটির ইটের ধরণ কৌশলে খান বাড়ী মসজিদের ইটের  সাথে যথেষ্ট মিল লক্ষ্য করা যায় । প্রাচীন রীতির সাথে  আধুনিক রীতির সংমিশ্রণে মসজিদটি নির্মিত হয়েছে  যা  সহজেই দর্শকদের মন জয় করে। অপরূপ সুন্দর এই   মসজিদটি আসলে    পুরাকীর্তির নিদর্শন । ১২টি দরজা থাকায়  এর নামকরণ করা  হয় বার  দুয়ারী মসজিদ। পূর্বেও  তাই ছিল। অপূর্ব কারুকাজ  সম্বলিত মেহরাব ও  কার্ণিশ গুলো  সকলের দৃষ্টি কাড়ে। এছাড়াও  কিছু দূরে  জরিপ শাহ এর মাজার  অবস্থিত । এর অনতিদূরে  কালিদহ সাগর  রয়েছে। জনশ্রুতিতে  আছে চাঁন্দ  সওদাগরের ডিঙ্গা  এখানেই  ডুবেছিল। নৌকার আদলে  কিছু একটা  অনুমান করা যায়  এখনও । অঞ্চলটিতে  একবার  ঘুরে এলে যে কোন  চিন্তাশীল   মানুষকে ভাবিয়ে তুলবে। খনন কার্য  চালালে  হয়তো  বেরিয়ে আসবে  এ অঞ্চলের হাজার বৎসরের  প্রাচীন  সভ্যতার নানা উপকরণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *