শ্রীবরদীর হাড়িয়াকোনা যেন সবুজের গালিচা

DCIM100MEDIADJI_0194.JPG

শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলার গারো পাহাড়ের সবুজে ঘেরা আদিবাসী গারো সম্প্রদায় অধ্যুষিত এক গ্রামের নাম হাড়িয়াকোনা। দেখলে মনে হবে পাহাড় জুড়ে সবুজের গালিচা বিছানো রয়েছে। এই মন ভোলানো প্রাকৃতিক দৃশ্য সত্যিই যে কোন প্রকৃতিপ্রেমীকে বিমোহিত করবে।

 

                   হাড়িয়াকোনার প্রাকৃতিক সৌন্দর্য

চারিদিকে পাহাড় বেষ্টিত এ গ্রামের উত্তরে ভারতের পুরাকাশিয়ার রামখং পাড়া এবং পশ্চিম পাশে রয়েছে জামালপুরের বক্সীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলাকোনা গ্রাম।

যেভাবে যাবেনঃ শেরপুর জেলা সদর থেকে গ্রামটির দূরত্ব ৪৪ কিলোমিটার। শেরপুর জেলা সদর থেকে শ্রীবর্দী উপজেলা হয়ে কর্ণঝোড়া বাজারের যেতে হবে। এরপর উত্তরে পাহাড়ী বাজার মেঘাদল বা (স্থানীয় নাম) শয়তান বাজার। এ মেঘাদল বাজার থেকে যেতে হবে হাড়িয়াকোনা গ্রামে। বাইক, সিএনজি বা প্রাইভেটকারে যেতে পারবেন এ গ্রামে।

Exit mobile version