Site icon

বাংলা চ্যানেল পাড়ি দিলেন শেরপুর জেলার সাঁতারু মোঃ গোলাম রব্বানী

 

 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এই সাঁতার শুরু হয়। টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের ১৬.১ কিলোমিটার সমুদ্রপথ হচ্ছে ‘বাংলা চ্যানেল’।

১৭তম বাংলা চ্যানেল সাঁতার-২০২২-এর আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হয় সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে গিয়ে।

মোঃ গোলাম রব্বানী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হ্যালো শেরপুরকে বলেন, তার এই অর্জনে শেরপুরবাসী হিসেবে তিনি গর্বিত।

হ্যালো শেরপুর এর পক্ষ থেকে রইল প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

Exit mobile version