২ যুগেরও বেশি সময় ধরে শেরপুর শহরে সমান জনপ্রিয় পরান ও মদনের মুড়ির দোকান

জেলার খবর
প্রায় ২৫ বছরেরও বেশি সময় আগে সত্যবতী সিনেমা হলের বিপরীতে পরাণ কৃষ্ণ তুরাহা ও মদন কৃষ্ণ তুরাহা দুই ভাই মিলে চালু করেন মুড়ি ভর্তার এই দোকানটি। আর ক্রমেই তা জনপ্রিয় হয়ে উঠে শেরপুর শহরে। ২০০০ সালের পূর্বেও এখানে মাত্র ৩/৫ টাকায় ভরপেট মুড়ি খাওয়া যেতো। দোকানটি বেশ কয়েকবার স্থানান্তরিত হয়ে বর্তমানে শনি মন্দিরের সম্মুখে থানা মোড়ে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *