Site icon

জিহান অবসর কেন্দ্র

অতীতে গজনী অবকাশ এর প্রধান আকর্ষণ ছিল জিহান অবসর কেন্দ্রের প্যাডেল বোট। গজনীতে প্রবেশের সময় মনকাড়া সৌন্দর্য যে কোনো প্রকৃতি প্রেমী পর্যটকদের নজর কাড়তো। সময়ের ব্যবধানে সেই প্রধান আকর্ষণ স্থানটি আজ প্রায় পরিত্যক্ত।
যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, জিহান অবসর কেন্দ্রটি যেন আবার নতুনভাবে পুরাতন রূপ ফিরে পায়।
Exit mobile version