গ্রুপের মেম্বারাই এই গ্রুপের প্রাণ” আশা করি আপনাদের উপস্থিতি ও প্রাণচাঞ্চল্য গ্রুপে সব সময় বজায় থাকবে। প্রস্ফুটিত শেরপুর গ্রুপ এডমিনদের নয়, এটি হচ্ছে সকল মেম্বারদের। তাই গ্রুপের জনপ্রিয়তা, সুনাম ও পরিছন্নতা রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের।
পর্যটনসমৃদ্ধ শেরপুর জেলাকে সারা দেশে পরিচিতি লাভ করার জন্য আমাদের এই যাত্রা।আমাদের এই পথ চলায় আপনাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।সকলের ভালোবাসায় এগিয়ে যাবে বহুদূর সবার প্রিয় “প্রস্ফুটিত শেরপুর” এই প্রত্যাশাই আমাদের সকলের।
ছবিতে এডমিন প্যানেলের একাংশ। ব্যস্ততার কারণে বেশিরভাগ যারা শেরপুর এর বাইরে তাদেরকে অনেক মিস করলাম। আশা করি ভবিষ্যতে সবাইকে একসাথে পাবো।
💞 ধন্যবাদান্তে,
এডমিন প্যানেল,প্রস্ফুটিত শেরপুর।