Site icon

প্রস্ফুটিত শেরপুর ফেইসবুক গ্রুপের নীতিমালা

🔖যেসকল পোস্ট অ্যাপ্রুভ করা হবেঃ
💢শেরপুর জেলার দর্শনীয় স্থানসমূহের ছবির সাথে বিবরণ দিয়ে পোস্ট করতে পারবেন।
💢 শেরপুর জেলার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী সব কিছু নিয়ে পোস্ট করা যাবে।
💢শেরপুর জেলার কোথায় কি পাওয়া যায়/ কিভাবে যাওয়া যায় তা জানতে চেয়ে পোস্ট করা যাবে। তবে তা যেন অযৌক্তিক বা হাস্যকর বিষয় না হয়।
💢ব্লাড রিলেটেড পোস্ট অ্যাপ্রুভ হবে। তবে তাতে অবশ্যই রোগীর সমস্যা, যোগাযোগের নাম্বারসহ বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
💢হারানো / পাওয়া বিজ্ঞপ্তি দেয়া যাবে, যথাযোগ্য প্রমাণাদি বা তথ্য সহকারে। এছাড়াও শেরপুরের গুরুত্বপূর্ণ খবর, চাকুরী সংক্রান্ত সংবাদ সমূহ শেয়ার করা যাবে।
💢শিক্ষামূলক যতখুশি পোষ্ট করা যাবে।
💢যে নিয়মিত ভালো পোষ্ট দেবে তাকে pre-approval post member করে দেওয়া হবে।

🔖যেসকল পোস্ট কিংবা কমেন্ট করা থেকে বিরত থাকবেনঃ-
⭕বাংলাদেশের আইন অনুসারে অবৈধ/ দণ্ডনীয়, আইন লঙ্ঘন হয় এমন কোন পোস্ট করা কিংবা কমেন্ট করা যাবে না।
⭕আর্থিক সহায়তার কোন প্রকার পোস্ট অ্যাপ্রুভ করা হয় না।
⭕চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন রোগের ঔষধ জানতে চেয়ে পোস্ট করা বা মন্তব্যে ঔষধের সাজেশন দেয়া যাবে না।
⭕প্রশাসন, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি বিরোধী কোন পোস্ট অ্যাপ্রুভ হবে না। তবে বিভিন্ন সমস্যা তুলে ধরা যাবে ভ্যালিড প্রমাণাদিসহ।
⭕গ্রুপে কোন পোস্টে প্রাসঙ্গিক ভাবে নিজ প্রতিষ্ঠানের ঠিকানা দিলে বা পেজ ট্যাগ করলেও, পেজ বা গ্রুপ লিংক দেয়া যাবে না।
⭕গ্রুপে ব্যক্তিগত আইডি ব্যতীত কোন প্রতিষ্ঠানের নাম দিয়ে খোলা আইডি বা পেজ দিয়ে পোস্ট মন্তব্য করা যাবে না।
⭕পোস্টের সঙ্গে অপ্রাসঙ্গিক, অপ্রীতিকর বা বিভৎস কোন ছবি দেয়া যাবে না।

📌আরো কিছু লক্ষণীয় বিষয়ঃ-
🔎গ্রুপে কাউকে আক্রমণ করে কোন পোস্ট কিংবা কমেন্ট করা যাবে না। ব্যক্তিগত আক্রমণ বা গালমন্দ করা সম্পূর্ণ নিষেধ।
🔎গ্রুপে অহেতুক মন্তব্য অথবা বাজে শব্দ প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। পরস্পর পরিচিত হলেও গ্রুপে কোন প্রকার ব্যক্তিগত আলোচনা করা যাবে না।
🔎পোস্টে অযথা (হা হা) রিয়েক্ট দেয়া যাবে না। কারো এ ধরণের কার্যকলাপ লক্ষ্য করা গেলে মিউট কিংবা ব্যান করা হবে।
🔎কোন পোস্টে বাজে মন্তব্য হলে, নিজে পাল্টা বাজে মন্তব্য করা যাবেনা। নেগেটিভ পোস্টগুলোতে সমালোচনা করলে তা অবশ্যই লজিক্যাল হতে হবে। কমেন্টে গালিগালাজ করলে/অহেতুক কথা বললে গ্রুপ থেকে রিমুভ/ব্যান করা হবে।
🔎গ্রুপের অপরিচিত কোন সদস্যকে ইনবক্সে বিরক্ত, বিব্রত করা যাবে না। কারো সম্পর্কে এ জাতীয় কোন কিছু জানতে পেলে তাকে ব্যান করা হবে।
🔎নিয়ম অমান্য সম্পর্কিত কোন প্রকার কৌশল, অসদুপায় অবলম্বন দৃষ্টিগোচর হলে, বিনা নোটিশে ব্যান করা হবে।
🔎কোন অনলাইন আর্নিং, প্রমোশন ধরণের পোষ্ট করা যাবে না
🔎কোন গ্রুপ/পেইজ/ইভেন্ট প্রমোট করা যাবেনা।
🔎কমেন্টের মাধ্যমে কোন বিজ্ঞাপন বা প্রমোশন করা যাবেনা
🔎কোন লিংকযুক্ত পোষ্ট করা যাবে না।
🔎কোন বাজে কমেন্ট হলে, যেকোনো “এডমিনকে” ম্যানশন করুন।সেই পোস্ট এর কমেন্ট বক্সে।
🔎কোন পরামর্শ বা অভিযোগ থাকলে কমেন্ট করুণ অথবা এডমিনের ইনবক্সে জানান।
📌নোটঃ এডমিন প্যানেল যেকোন মূহুর্তে সিদ্ধান্ত পরিবর্তন এবং পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে যেকোন পোস্ট ডিলিট দেয়ার সক্ষমতা রাখে।

Exit mobile version