Site icon

প্রস্ফুটিত শেরপুর এডমিন প্যানেলের সহযোগিতায় নকলার রুবেল মিয়া ফেরত পেলেন প্রায় ১০,০০০ টাকাসহ মানিব্যাগ

২০ জুলাই ঈদের আগের রাতে ঢাকায় প্রায় ১০ হাজার টাকা ও জরুরী কাগজপত্র সহ মানিব্যাগটি হারিয়ে ফেলেন নকলা উপজেলার পরিবহন শ্রমিক রুবেল মিয়া। সেই মানিব্যাকটি খুঁজে পান ঢাকাস্থ জনাব শিশির সাহেব। মানিব্যাগটি পেয়ে তিনি শেরপুরের বিভিন্ন গ্রুপ খুঁজে বের করে করতে থাকেন পোস্ট, কিন্তু মিলেনা রুবেল মিয়ার সন্ধান। শিশির সাহেব এতে আশা ছাড়েন না! প্রস্ফুটিত শেরপুর এর বিভিন্ন এডমিন পোস্টে করতে থাকেন কমেন্ট রুবেল মিয়ার এন আইডির ছবি দিয়ে সন্ধান চেয়ে। তিনি চিন্তা করতে থাকেন এই ভেবে যে, ঈদের আগের রাতে কারোর টাকাসহ মানিব্যাগ হারালে তার ঈদটা কিভাবে কাটবে!

অবশেষে নজরে আসে এডমিন প্যানেলের রুবেল মিয়ার সন্ধানের বিষয়টি। এডমিন প্যানেল থেকে দ্রুত করা হয় নকলা উপজেলার বিভিন্ন জনকে মেনশন করা। সেই সাথে পাওয়া যায় রুবেল মিয়ার সন্ধান ছোট ভাই কাঞ্চন এর সহযোগীতায়।

গত ১৩ই আগস্ট রুবেল মিয়া ঢাকা যেয়ে শিশির সাহেবের বাসা থেকে গ্রহন করেন টাকা ও প্রয়োজনীয় কাগজসহ মানিব্যাগটি।

প্রস্ফুটিত শেরপুর গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ ও স্যালুট জানাই জনাব শিশির সাহেবকে। ভালো থাকুক এমন উদার মনের মানুষ গুলো। প্রস্ফুটিত শেরপুরের এডমিন প্যানেল খুবই আনন্দিত মানবিক কল্যানে গ্রুপটি শেরপুর জেলাতে সাড়া ফেলতে সক্ষম হচ্ছে।

Exit mobile version