মহামারী করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জনসচেতনা তৈরির লক্ষে শেরপুরের নকলায় মঙ্গলবার (১৩ এপ্রিল) মাস্ক ও সাবান বিতরণ করেছেন প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপ। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারসহ প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপ এডমিন প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল বলেন, “ঘরের বাইরে সব সময় মাস্ক পরি-সামাজিক দূরত্ব বজায় রাখি-করোনা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নকলা পৌর শহরের হলপট্রি, নালিতাবাড়ি মোড়, কাচারী রোড ও উত্তরবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ স্থানগুলোতে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আরো বলেন, আসুন সবাই সরকার কর্তৃক নির্ধারিত নীতিমালা মেনে চলে করোনা মোকাবেলা করি।