শেরপুর জেলা সদর থেকে ৭ মাইল উত্তর পশ্চিমে গড়জরিপার অবস্থান। গড়জরিপা বর্তমানে শ্রীবরদী থানার একটি ইউনিয়ন। শ্রীবরদী থেকে পূর্বদিকে অবস্থিত এ স্থানটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এককালে ব্রহ্মপুত্র নদের উত্তরাঞ্চলীয় ভূ-ভাগ শেরপুরসহ গারো পাহাড় সন্নিহিত এলাকার মানকেন্দ্র ছিল গড়জরিপা।
হিন্দু ধর্মের লোককথা অনুযায়ী যখন চাঁদ সদাগর সফল বাণিজ্যের পর ধনসম্পদে জাহাজ পূর্ণ করে গৃহে প্রত্যাবর্তন করছেন, তখনই দেবী মনসা প্রচণ্ড ঝড় তুলে তাঁর বাণিজ্যতরী শেরপুর শহরের অদূরে গরজরিপার অন্তর্গত কালিদাস সাগর ডুবিয়ে দেন।
ছবিঃকালিদাস সাগর ও জাহাজ ডুবার স্থান।
তথ্যসূত্রঃ ইন্টারনেট অবলম্বনে।